IRSBD24.com প্রবাসী ভাই-বোনদের জন্য আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করে। আপনি সহজেই আমাদের মাধ্যমে রোমিং-এর জন্য আবেদন করতে পারবেন—যদি আপনার কাছে ক্রেডিট কার্ড না থাকে বা অপারেটরের অ্যাপে লগইন না করেন, তবুও কোনো সমস্যা নেই।
আবেদন পাওয়ার পর আমরা আপনার পক্ষ হয়ে সরাসরি বাংলাদেশি মোবাইল অপারেটরের সাথে যোগাযোগ করি এবং রোমিং দ্রুত চালু করে দিই। ফলে আপনাকে আলাদা অ্যাপ বা কার্ড দিয়ে ঝামেলা করতে হবে না — সব কাজ আমরা অপারেটরের সাথে সমন্বয় করে সম্পন্ন করে দিচ্ছি।
যোগাযোগ:
📧 ইমেইল: support@irsbd24.com
📱 হোয়াটসঅ্যাপ: 01325535783
কোনো প্রশ্ন থাকলে উপরের ইমেইল বা WhatsApp নম্বরে যোগাযোগ করুন — আমরা অতি দ্রুত সাহায্য করবো।