ইন্টারন্যাশনাল/ডোমেস্টিক রোমিং — সংক্ষেপে
Roaming হলো এমন প্রক্রিয়া যেখানে আপনার মোবাইল ডিভাইস নিজের হোম নেটওয়ার্ক ছাড়াও অন্য নেটওয়ার্ক ব্যবহার করে কল, SMS ও ডেটা চালায় — যেমন আপনি বিদেশে ভ্রমণ করলে।
GP Roaming Activation
GP roaming activation: গ্রামীণফোন অ্যাপ বা ওয়েব থেকে রোমিং পেজে গিয়ে প্যাকেজ বাছাই করে একটিভেট করতে পারেন।
- GP অ্যাপে লগইন → Roaming সেকশন
- প্রয়োজনে নির্দিষ্ট ব্যালেন্স রাখুন
- সিম সেটিংস-এ Data Roaming ON করুন
GP Roaming Package
দেশভেদে ভিন্ন রেট ও ডেটা/কলে আলাদা প্যাকেজ আছে।
Airtel Roaming
Airtel ব্যবহারকারীরা Airtel Thanks অ্যাপ বা কাস্টমার কেয়ার ব্যবহার করে রোমিং চালু করতে পারবেন।
Teletalk & Banglalink Roaming
টেলিটক রোমিং এবং Banglalink roaming–এর কাভারেজ ও রেট আলাদা।
ডাটা রোমিং কি?
ডাটা রোমিং মানে বিদেশি নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট চালানো।
আন্তর্জাতিক রোমিং খরচ
অপারেটর, গেস্ট নেটওয়ার্ক ও দেশের উপর নির্ভর করে খরচ পরিবর্তিত হয়।
শর্ট FAQ
- কিভাবে রোমিং চালু করব? অপারেটরের অ্যাপ/ইউএসএসডি/কাস্টমার কেয়ার থেকে।
- রোমিং চালু না হলে? সিম সক্রিয় আছে কিনা, বিকল্প নেটওয়ার্ক আছে কিনা, ব্যালেন্স আছে কিনা যাচাই করুন।
- কীভাবে খরচ কমাব? ওয়াই-ফাই ব্যবহার বা লোকাল সিম।
নোট: প্রতিটি অপারেটরের রেট পরিবর্তনশীল — সর্বশেষ তথ্যের জন্য অফিসিয়াল পেজ দেখুন।